Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

০১। কিশোরগঞ্জ জেলার সাথে অষ্টগ্রামের যোগাযোগ :

কিশোরগঞ্জ হতে অষ্টগ্রামের দুরত্ব প্রায় ৬০ কি: মি:। কিশোরগঞ্জ হতে বাস বা ট্রেনযোগে কুলিয়ারচর হয়ে লঞ্চে অষ্টগ্রাম আসতে হয়। প্রতিদিন সকাল ৮.৩০ মিনিট হতে আরম্ভ হয়ে বিকাল ৪.০০ টা পর্যন্ত মোট ০৪টি লঞ্চ কুলিয়ারচর অষ্টগ্রাম যাতায়াত করে।

 

০২। অষ্টগ্রাম সদর হতে বিভিন্ন ইউনিয়নের সাথে যোগাযোগ ব্যবস্থা :

বর্ষা মৌসুমেও পূর্বঅষ্টগ্রাম ইউনিয়ন এর সাথে সড়ক যোগাযোগ আছে। কাস্তুল ইউনিয়নের সাথে আংশিক যোগাযোগ আছে। এছাড়া  দেওঘর ইউনিয়ন, কাস্তুল ইউনিয়ন, বাংগালপাড়া ইউনিয়ন, কলমা ইউনিয়ন, আদমপুর ইউনিয়ন ও খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়নের সাথে কোন সড়ক যোগাযোগ নেই। যোগাযোগের একমাত্র মাধ্যম তখন ইঞ্জিন চালিত নৌকা।  

সড়ক পথ :

অষ্টগ্রাম উপজেলায় যোগাযোগ ব্যবস্থা খুব ভাল নয়। উপজেলায় মাত্র ১৮ কি: মি: পাকা রাস্তা ও ২৯১ কি: মি: কাঁচা রাস্তা আছে।