Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বা্ংলা 1১৪২৩ সনের ইজারা বিজ্ঞপ্তি
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার                                                                                                                                                                                       উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়                                                                                                  অষ্টগ্রাম,কিশোরগঞ্জ ।

 

 

 

আমত্মঃ ইউনিয়ন ফেরীঘাটের সীলমোহরকৃত দরপত্র বিঞ্জপ্তি

এতদ্বারা কিশোরগঞ্জ জেলাধীন অষ্টগ্রাম উপজেলার আমত্মঃ ইউনিয়ন ফেরীঘা্টসমূহ স্থানীয় সরকার,পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালযের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গত ১৯ এপ্রিল,২০০৩ তারিখে জারীকৃত প্রজেই-২/ফ-১/২০০৩/২৬২ (৫২৭২)নং স্মারকের ২(২) ও ২(গ)তেবর্ণিত নির্দেশনা মোতাবেক ১৪২৩ বাংলা সনের জন্য ইজারা প্রদানের নিমিত্ত ১ম বারের জন্য আগ্রহী জন্মগত পেশাদার পাটনীগণের নিকট  এবং পরবর্তীবারে সকল আগ্রহী ব্যক্তির নিকট হতে সীলমোহরকৃত খামে দরপত্র আহবান করা যাচ্ছে । দরপত্র দাখিলের পূর্বদিন পর্যমত্ম নির্ধারিত মূল্যে দরপত্র সিডিউল(অফেরতযোগ্য) নিমণস্বাÿরকারীর কার্যালয়,জেলা প্রশাসক,কিশোরগঞ্জ কার্যালয়ের(এলজি)শাখা এবং সহকারী কমিশনার(ভূমি),অষ্টগ্রাম কার্যালয় হতে ক্রয় করা যাবে । দরপত্রসমূহ নির্ধারিত ফরমে সীলমোহরকৃত খামে দুপুর ১-০০টা পর্যমত্ম নিমণবর্ণিত তারিখ ও সময়ে নিমণস্বাÿরকারীর কার্যালয় এবং জেলা প্রশাসক, কিশোরগঞ্জ কার্যালয়ের এলজি শাখায় রÿÿত দরপত্র বাক্সে গ্রহণ করা হবে ।                                                                                     

১৪২৩ বাংলা সনের জন্য ইজারাযোগ্য আমত্মঃ ইউনিয়ন ফেরী গয়না/খুটগাড়ীঘাটের তালিকাঃ

উপজেলা:অষ্টগ্রাম জেলা:কিশোরগঞ্জ ।

ক্র:নং

ফেরী/খুটগাড়ী ঘাটের নাম

সম্ভাব্য ইজরামূল্য

সিডিউলের মূল্য

০১

অষ্টগ্রাম-নাছিরনগর নৌকা/ট্রলারঘাট(অষ্টগ্রামের ভৌগলিক সীমানা পর্যমত্ম)

১,৮৩,৪৪৪/-

১০০০/-

০২

অষ্টগ্রাম-ফান্দাউক (অষ্টগ্রামের ভৌগলিক সীমানা পর্যমত্ম )

১,৬৭,২৯৩/-

১০০০/-

০৩

অষ্টগ্রাম-বাঙালপাড়া হয়ে চাতলপাড় (অষ্টগ্রামের ভৌগলিক সীমানা পর্যমত্ম)

১,৫২,৯০০/-

১০০০/-

০৪

পূর্বঅষ্টগ্রাম -বুলস্নাবাজার(অষ্টগ্রামের ভৌগলিক সীমানা পর্যমত্ম)

১,৭১,৫০৯/-

১০০০/-

০৫

০৬

ইকুরদিয়া-শরীফপুরফেরীঘা্ট

১০,৬৭৮/-

৫০০/-

০৬

অষ্টগ্রাম-আদমপুর গয়না/নৌকা/ ট্রলারঘাট

৩৯,১২৪/-

৫০০/-

০৭

অষ্টগ্রাম-আব্দুলস্নাপুর ফেরীঘাট

৩১,৪৯৮/-

৫০০/-

০৮

অষ্টগ্রাম খুটগাড়ী ঘাট

৩,১০,৯৭০/-

১৪০০/-

০৯

সাভিয়ানগর ২নং ফেরীঘাট

১,৭৫,০৪৮/-

১০০০/-

১০

১নং সাভিয়ানগর ফেরীঘাট

২,৪০,১৬৮/-

১২০০/-

 

শর্তাবলীঃ

০১।   সীলমোহরকৃত খামের উপর ঘাটের নাম উলেস্নখ করতে হবে ।                                                                                        ০২।   জন্মগত পেশাদার পাটনীর পরিচিতির ÿÿত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানের সাম্প্রতিককালের প্রত্যয়নপত্র দরপত্রে সাথে সংযুক্ত

        করতে হবে ।

০৩।  দরদাতাকে দরপত্রের সাথে উদ্ধৃতদরের ২৫%অর্থ এ জেলার যে কোন তফসীলী ব্যাংক হতে ব্যাংক ড্রাফটের মাধ্যমে উপজেলা নির্বাহী        

        অফিসার,অষ্টগ্রাম,কিশোরগঞ্জ এর অনুকূলে জামানত স্বরম্নপ সংযুক্ত করতে হবে । অন্যথায় দরপত্র বাতিল বলে গন্য  হবে

০৪।  দরপত্র গৃহিত হওয়ার ০৭(সাত)দিনের মধ্যে ঘাটের সমূদয় ইজারা মূল্য পরিশোধ করতে হবে । অন্যথায় জামানত বাবদ জমাকৃত অর্থ

        বাজেয়াপ্তসহ বিধি মোতাবেক পরবর্তী দরপত্র আহবানের ব্যবস্থা গ্রহণ করা হবে ।

০৫।  দখল গ্রহণের পূর্বেই ইজারাদার কর্তৃক উদ্ধৃত মূল্যের ১৫%হারে  ভ্যাট ১/১১৩৩/০০০০/০৩১১ এবং ৫% হারে  আয়কর

        ১/১১৪১/০০০০/০১১১কোডে ট্রেজারী চালানের মাধ্যমে সরকারী কোষাগারে  জমা প্রদান করে ট্রেজারী চালানের মূলকপি জমা দিতে হবে।

 ০৬।  গৃৃহীত দরপত্রের সাকুল্য টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করার পর ২৫০/-টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে  নির্ধারিত চুক্তিনামা

         সম্পাদন করতে হবে ।অত:পর ঘাটের দখল সরকারীভাবে বুঝিয়ে দেয়া হবে ।                                                                          ০৭।  যখনই ইজারা হউকনা কেন ঘাটের ইজারা মেয়াদ বাংলা ১৪২৩সনের(বৈশাখ-চৈত্র)৩০ চৈত্র পর্যমত্ম কার্যকর থাকবে । ঘাটের দখল     

        নিমণস্বাÿরকারীর কার্যালয় হতে ইজারাদার কর্তৃক নিজ দয়িতেব বুঝে নিতে হবে ।  ঘাটের দখলনামা ব্যাতীত ঘাট পরিচালনা  করা  যাবে না। 

০৮।  টোলচার্ট মোতাবেক নির্ধারিত হারে টোল আদায় করতে হবে এবং অনুমোদিত টোলচার্ট সর্বসাধারনের অবগতির জন্য  ইজারাদার কর্তৃক ঘাটের   

        প্রকাশ্যস্থানে টানিয়ে রাখতে হবে ।                                                                                                                           ০৯।  ইজারা গ্রহিতা কোনক্রমেই ইজারা প্রাপ্ত ঘাট সাব-লীজ দিতে পারবেন না । যদি সাবলীজ প্রদান করা হয় বা চুক্তিপত্রের কোন শর্ত লংঘন করা    

        হয় তাহলে তার ইজারা বাতিলপূর্বক বিধি মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহন করা হবে ।

 ১০।  ফেরীঘাট সমূহ ইজারা ও ব্যবস্থাপনার বিষয়ে সরকারী আদেশ-নির্দেশ ইজরাদার মেনে চলতে বাধ্য থাকবেন । উলেস্নখিত  ইজারার মেয়াদ    

         ১৪২৩ বংলা সনের(বৈশাখ-চৈত্র)৩০ চৈত্র পর্যমত্ম বলবৎ থাকবে  ।

 

১১।  ফেরীঘাটের যাত্রীদের  চলাচলেন জন্য উপযুক্ত নৌ-যান সরবরাহ ও উঠানামার জন্য ইজারাদার নিজ খরচেপ্রয়োজনীয় ঘাটলা নির্মান ও   

        রÿনাবেÿণ  করবেন।

 ১২।  ইজারাচুক্তি ইজারাদার কর্তৃক সম্পাদিত হবে এবং ইজারাদার কর্তৃক ইজারা মেয়াদে কোন অনিয়ম পরিলÿÿত হলে ইজারা প্রদানকারী     

        কর্তৃপÿ ইজারা বাতিল করে পুন: দরপত্র আহবান করার ÿমতা সংরÿণ করেন ।                                                                                

১৩।   উপরোলিস্নখিত যে কোন শর্ত ভঙ্গ করলে ইজারার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই ইজারা বাতিল এবং জমাকৃত অর্থ বাজেয়াপ্ত করা  হবে । দরপত্র      

        কমিটি বিধি মোতাবেক যে কোন দরপত্র বাতিল বা গ্রহন করার ÿমতা সংরÿন করেন ।

১৪।   দরপত্র বিঞ্জপ্তিতে যে সকল শর্ত বর্ণিত হয়নি কিন্তু সরকারীভাবে অন্য কোন আইন,বিধি,অধ্যাদেশ,পরিপত্র ইত্যাদিতে উলেস্নখ আছে  সেই       

        সকল আইন,বিধি,আদেশ,বিধান ও শর্তাবলীও ইজরাদারগণ মেনেচলতে বাধ্য থাকবেন ।

 

আমত্মঃ ইউনিয়ন ফেরী গয়না নৌকা/খুটগাড়ীঘাটসমূহের সিডিউল বিক্রয় ও দরপত্র দাখিলেন সময়সূচী

ক্রমিক নং

সিডিউল বিক্রয়ের শেষ তারিখ

দরপত্র দাখিলেন তারিখ

দরপত্র খোলার তারিখ

টেন্ডারে  অংশগ্রহনকারীর যোগ্যতা

১ম বার

২১/০৩/২০১৬ খ্রিঃ

২২/০৩/২০১৬ খ্রিঃ

২২/০৩/২০১৬ খ্রিঃ

শুধুমাত্র পেশাদার পাটনীদের জন্য

২য়বার

১০/০৪/২০১৬ খ্রিঃ

১১/০৪/২০১৬ খ্রিঃ

১১/০৪/২০১৬ খ্রিঃ

সকলের জন্য উন্মুক্ত

৩য় বার

০২/০৫/২০১৬ খ্রিঃ

০৩/০৫/২০১৬ খ্রিঃ

০৩/০৫/২০১৬ খ্রিঃ

৪র্থ বার

২৪/০৫/২০১৬ খ্রিঃ

২৫/০৫/২০১৬ খ্রিঃ

২৫/০৫/২০১৬ খ্রিঃ

৫ম বার

০৬/০৬/২০১৬ খ্রিঃ

০৭/০৬/২০১৬ খ্রিঃ

০৭/০৬/২০১৬ খ্রিঃ

৬ষ্ঠ বার

২৬/০৬/২০১৬ খ্রিঃ

২৭/০৬/২০১৬ খ্রিঃ

২৭/০৬/২০১৬ খ্রিঃ

৭ম বার

১০/০৭/২০১৬ খ্রিঃ

১১/০৭/২০১৬ খ্রিঃ

১১/০৭/২০১৬ খ্রিঃ

৮ম বার

২৪/০৭/২০১৬ খ্রিঃ

২৫/০৭/২০১৬ খ্রিঃ

২৫/০৭/২০১৬ খ্রিঃ

৯ম বার

০৭/০৮/২০১৬ খ্রিঃ

০৮/০৮/২০১৬ খ্রিঃ

০৮/০৮/২০১৬ খ্রিঃ

 

স্বাক্ষরিত

 

মোহাম্মদ মোহসীন উদ্দিন                উপজেলা নির্বাহী অফিসার

অষ্টগ্রাম,কিশোরগঞ্জ ।

স্মারক নং-০৫.৩০.৪৮০২.০০০.০০.০১-১১২.২০১৪-         /১(২০০)                             তারিখ:        /০৩/২০১৬ খ্রিঃ

 অনুলিপি:                                                                                                                                                       

০১।  কমিশনার,ঢাকা বিভাগ,ঢাকা ।                                                                                                                                       ০২।  জেলা প্রশাসক,কিশোরগঞ্জ ।                                                                                                                                         ০৩।  পরিচালক,বাংলাদেশ অভ্যামত্মরীন নৌ-পরিবহন অধিদপ্তর,ঢাকা। তাঁকে সরকারী রাজস্ব আয়ের স্বার্থে বর্নিত ফেরী/গয়না/নৌকা/লঞ্চঘাটসমূহের       

        বিপরীতে রম্নটপারমিট না দেয়ার জন্য অনুরোধ করা হলো । 

০৪।  প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ,কিশোরগঞ্জ ।                                                                                                                 ০৫।  চেয়ারম্যান(ভারপ্রাপ্ত),উপজেলা পরিষদ,অষ্টগ্রাম ।

০৬।  উপ-পরিচালক,স্থানীয় সরকার,জেলা প্রশাসকের কার্যালয়,কিশোরগঞ্জ

০৭।  সহকারী কমিশনার(ভূমি),অষ্টগ্রাম,কিশোরগঞ্জ । তাঁকে বিঞ্জপ্তি বহুল প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হলো।

০৮।  উপজেলা ............................................................................অষ্টগ্রাম,কিশোরগঞ্জ ।

০৯।  চেয়ারম্যান.......................................................ইউ,পি(সকল)অষ্টগ্রাম,কিশোরগঞ্জ । তাঁকে বিঞ্জপ্তি বহুল প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা    

        গ্রহনের জন্য অনুরোধ করা হলো ।

 ১০।  ম্যানেজার,সোনালী / কৃষি / জনতা ব্যাংক ,অষ্টগ্রাম সদর/ আদমপুর / বাঙালপাড়া শাখা,অষ্টগ্রাম,কিশোরগঞ্জ। তাঁকে বিঞ্জপ্তি বহুল  প্রচারের    

        প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হলো ।                                                                                                                                                                   ১১।  ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ............................................................. ইউনিয়ন ভূমি অফিস । তাঁকে বিঞ্জপ্তি বহুল প্রচারের    

        প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হলো । ।

১২।  সভাপতি /সম্পাদক......................................................বাজার কমিটি,অষ্টগ্রাম। তাঁকে ঢোলশহরতের মাধ্যমে বিঞ্জপ্তি

       বহুল  প্রচারের  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হলো ।                                                                                                                     ১৩।  জনাব.......................................................প্রাক্তন ইজারাদার .....................................নৌকা/লঞ্চ/গয়না/খুটগাড়ীঘাট,অষ্টগ্রাম।

১৪।  নোটিশ বোর্ড/অফিস কপি ।

 

                                                                                                                                                  স্বাক্ষরিত

মোহাম্মদ মোহসীন উদ্দিন                                                                                                                                              উপজেলা নির্বাহী অফিসার                                                                                                                                         

                                                                                                                              অষ্টগ্রাম,কিশোরগঞ্জ ।

ডাউনলোড
ছবি