Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যাবলী

উপজেলা প্রশাসন উপজেলার সার্বিক আইন-শৃংখলা নিয়ন্ত্রন করে থাকে। আইন শৃংখলা ছাড়া ও উপজেলার গুরুত্বপূর্ণ কাজে পরমর্শ দান ও বাস্তবায়ন করে থাকে।

 

উপজেলা প্রশাসনে কার্যাবলীঃ

-কৃষি / অকৃষি খাস জমি বন্দোবস্ত, পেরীফেরীভুক্ত হাট-বাজার একসনা বন্দোবস্ত ও প্রযোজ্য ক্ষেত্রে ভূমি সংক্রান্ত বিষয়।
-ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত বরাদ্দ গৃহীত প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম (টি.আর, কাবিখা, কাবিটা ও ত্রাণ সামগ্রী)।
-এল.জি.ই.ডি কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত প্রকল্প, প্রযোজ্য ক্ষেত্রে ঠিকাদারের বিল / প্রকল্প কমিটির সভাপতির বিল প্রদান।
-হাট-বাজার বাৎসরিক ইজারা প্রদান।
-জলমহাল ইজারা প্রদান।
-সভাপতি হিসাবে দায়িত্ব পালনকারী বে-সরকারী কলেজ, হাই স্কুল ও মাদ্রাসার বেতন বিল প্রদান ও শিক্ষা প্রতিষ্ঠানের বিবিধ প্রশাসনিক কার্যাবলী।
-ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সদস্যাদের সরকারী অংশের সম্মানী ভাতা প্রদান এবং সচিব ও গ্রাম পুলিশদের বেতন ভাতা প্রদান।
-ধর্ম মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, জেলা পরিষদ, সংস্থা / বিভাগ কর্তৃক বিবিধ অনুদান বিতরণ।
-জেনারেল সার্টিফিকেট মামলা।
-মোবাইল কোর্ট পরিচালনা ও রিপোর্ট রিটার্ণ প্রেরণ।
-হজ্বব্রত পালনের ফরম বিতরণ ও পরামর্শ প্রদান।
-স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) সংক্রান্ত পরামর্শ, তথ্য ও করণীয় সম্পর্কে সেবা প্রদান।
-বিভিন্ন কমিটির সভাপতির দায়িত্ব পালন
-বি.সি.আই.সি / ভর্তুকি সারের প্রতিবেদন প্রেরণ
-নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল কমিটি

- সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদারকরণ।
-  ইউনিয়ন পরিষদের মধ্যে পত্র যোগাযোগ।
-  প্রাকৃতিক দুর্যোগ, দুর্ভিক্ষ ও মহামারীর সময় ত্রাণ কাজে সহায়তা প্রদান।
- আইন-শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় সহায়তা প্রদান।
- সরকারী কার্যক্রমের সহায়ক শক্তি হিসাবে দায়িত্ব পালন।
- উপজেলা পর্যায়ে উন্নয়ন ও প্রশাসনিক কাজের তদারকিকরণ।
- বিভাগীয় কর্মকর্তাদের সাথে সমন্বয়ের দায়িত্ব পালন।
- মন্ত্রণালয়ের সকল নীতিমালা মাঠ পর্যায়ে বাস্তবায়ন।