Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অষ্টগ্রাম উপজেলার পটভূমি


অষ্টগ্রাম উপজেলাটির অষ্টগ্রাম নামকরণের পিছনে তিনটি মতবাদ প্রচলিত আছে।

প্রথম মতবাদঃ ১। অষ্টগ্রাম ২। আসিয়া ৩। দুবাই ভাটেরা ৪। নরসিংহ পূর্ববাদ ৫। খাসাল ৬। বীরগাঁও ৭। বত্রিশ গাঁও ৮। বারেচর নিয়ে গঠিত হওয়ায় এই জনপদের নাম অষ্টগ্রাম রাখা হয় বলে মতবাদ রয়েছে। বর্তমানে এগুলো মৌজা হিসাবে পরিগণিত।

দ্বিতীয় মতবাদঃ খ্রিষ্ট্রীয় দ্বাদশ শতকে বঙ্গাধিপতি বলস্নাল সেনের কৌলিন্য প্রথার বিরুদ্ধে বিদ্রোহ করে বলস্নাল সেনের অধিসামমত্ম অনমত্ম দত্ত অষ্টগ্রামের কান্তুল নামক স্থানে বসতি স্থাপন করেন। অনমত্ম দত্তের সঙ্গে তার গুরু শ্রী কষ্ঠদ্বিজ এবং অনচরবর্গ এই এলাকায় আসেন। তারা এই এলাকার আটটি গ্রামে বসতি স্থাপন করার পর অষ্টগ্রাম নামের উৎপত্তি হওয়ার জনশ্রম্নতি আছে।

তৃতীয় মতবাদঃ হযরত শাহজালাল (রঃ) এর সঙ্গীয় আটজন আউলিয়া অষ্টগ্রামে অসেছিলেন। তাই অষ্টগ্রামকে আট আউলিয়ার গাঁও বলা হয়।