যোগাযোগ ব্যবস্থা ও সময়সূচী অষ্টগ্রাম হতে কিশোরগঞ্জের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা পানি পথে এবং শুকনো মৌসুমে মটরসাইকেল অথবা গাড়িতে বালিখলা ফেরি পার হয়ে মিঠামাইন হয়ে অষ্টগ্রাম আ যাতায়ত করতে পারবেন। রাজধানী ঢাকায় যেতে হলে কিশোরগঞ্জ থেকে সড়ক অথবা রেলপথের মাধ্যমে ভ্রমণ করা যায়। স্থানীয় প্রশাসন আরএইচডি, এলজিইডি ও পৌরসভা সকল রাস্তা তদারকি করে থাকে। ঢাকা হতে হতে কুলিয়ারচর/বাজিতপুর পৌঁছাতে বাসযোগে ভাড়া ৮০ টাকা থেকে ২০০ টাকা। বাস যোগাযোগ ছাড়াও কিশোরগঞ্জের সাথে ঢাকার ট্রেন যোগাযোগও অত্যন্ত ভাল। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিনি সকাল 8.00 টায় এগারসিন্দুর প্রভাতি এক্সপ্রেস নামে একটি আন্ত:নগর ট্রেন বুধবার সাপ্তাহিক বন্ধের দিন ছাড়া নিয়মিত চলাচল করে। ট্রেনটি দুপুর 12:30 মিনিটে কিশোরগঞ্জ স্টেশনে পোঁছার পর পুণরায় 12:45 মিনিটে এগারসিন্দুর গোধূলী নামে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এবং ঢাকায় পোঁছার পর সন্ধ্যা 6:20 মিনিটে এগারসিন্দুর গোধূলী নামে ঢাকার কমলাপুর থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে। এ ট্রেনটি রাত এগারটায় কিশোরগঞ্জ পোঁছার পর পরদিন সকাল 6:45 মিনিটে এগারসিন্দুর প্রভাতি এক্সপ্রেস নামে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
বালিখলা, চামড়া বন্দর, কুলিয়ারচর, ভৈরব হতে অষ্টগ্রাম আসা যায়। সকাল ৮.০০ হতে বিকাল ৪.০০
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস