অষ্টপগ্রাম সদর উপজেলায় অবস্থিত।
বাংলাদেশের যে কোন স্থান হতে অষ্টগ্রাম আসা যায়। প্রথমে কুলিয়ারচর উপজেলায় আসতে হবে। কিশোরগঞ্জ থেকে বালিখলা দিয়ে মিঠামইন হয়ে অষ্টগ্রাম আসা যায়, বাজিতপুর পাটলিঘাট দিয়ে ২ টি নদী পার হয়ে এবং কুলিয়ারচর হতে সকাল ৮.৩০ মিনিট হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত লঞ্চ ৪/৫টি লঞ্চ চলে।ভৈরব হতেও লঞ্চযোগে অষ্টগ্রাম আসা যায়।
0
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত পাঁচগম্বুজ বিশিষ্ট মসজিদটি কুতুবশাহ মসজিদ নামেই পরিচিত। বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক মেরামত ও সংস্কার কাজ করায় মসজিদটির শ্রীবৃদ্ধি পেয়েছে। ফলে বিভিন্ন জায়গা থেকে লোকজন মসজিদটি দেখতে আসেন। তারিখ সম্বলিত কোন শীলালিপি মসজিদটিতে নেই। স্থানীয় জনশ্রুতি আছে যে, মসজিদটি সুফি কুতুবশাহ নির্মাণ করেছিলেন। মসজিদের পাশে তার সমাধি বর্তমান। কিন্ত কখন তিনি মসজিদটি নির্মাণ করেছিলে তা জানা যায়নি। তবে ইমারতে নির্মাণকৌশল, অলংকরণশৈলী, বাঁকানো কার্নিস, অর্ধবৃত্তাকার মিহরাব কুলঙ্গি, দ্বিকেন্দ্রিক খিলান, ছাদ পর্যন্ত উচঁ পার্শ্ববুরুজ, টেরাকোটা অলংকরণ এবং দেয়ালের বাহিরের দিকের অলংকৃত নকশার প্যানেল নির্দেশ করে যে মসজিদটি সুলতানি আমলের নির্মাণ এবং সম্ভবত ষোড়শ শতাব্দীর দ্বিতীয়র্ধে এটি নির্মাণ করা হয়েছিল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস